বাংলাদেশে আসা প্রসঙ্গে যা বললেন নচিকেতা

নচিকেতা। ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। তার গানের বুদ হয়ে থাকেননি এমন তরুণ খুঁজে পাওয়া দুষ্কর। সংগীতজীবনের ৩১ বছর পার করেছেন এই শিল্পী। দুই বাংলাসহ বিশ্বের নানা প্রান্তে গান নিয়ে হাজির হয়েছেন।

কিছুদিন আগে এসেছিলেন বাংলাদেশে। আরো একবার আসার কথা ছিল গত মাসে। কিন্তু ওই সময় দেশে ছাত্রসমাজের উদ্যোগে চলছিল সরকার পতনের আন্দোলন। এরই মধ্যে সরকার বিদায় হয়েছে।

নতুন বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন নচিকেতা।

আজ ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে জানিয়েছেন সে কথা। বলেন, ‘উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানটি পরে হবে। আরো দু-তিনটি অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।

দেখা যাক। বাংলাদেশের পরিস্থিতি তো এখন অন্য রকম।”

তিন দশকের সংগীত সফর। পেছন ফিরে তাকালে কী মনে হয়? প্রশ্ন শেষ করার অবকাশ না দিয়েই শিল্পীর উত্তর, ‘ফিরে তাকালে মনে হয়, এই তো শুরু করলাম! ৩১ বছর কেটে গেল কিভাবে!’ তাঁর মতে, বাঙালি সংগীতশিল্পী হিসেবে সব কিছুই পাওয়া হয়ে গিয়েছে। আক্ষেপের লেশটুকু নেই।

বললেন, ‘যা যোগ্যতা ছিল, তার থেকে অনেক বেশিই পেয়েছি। এর থেকে বেশি কিছু পাওয়ার ছিল না কোনো দিন। আগামী দিনেও আমার সে রকম কোনো চাওয়া নেই।’  তবে আক্ষেপের কথা বলতে গিয়ে চার্লি চ্যাপলিনের উক্তি মনে করিয়ে দিলেন নচিকেতা, ‘আক্ষেপ একটাই। এই যে এতটা সময় পেরিয়ে গেল!’

LEAVE A REPLY