সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের বাংলাদেশ দল

সাকিব আল হাসানকে নিয়েই পাকিস্তান সফরের ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। এছাড়া পাকিস্তানে দুই টেস্টের দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট খেলতে পারেননি মুশফিক। আর পেসার তাসকিন বিরতি কাটিয়ে পাকিস্তান সফর দিয়ে টেস্ট দলে ফিরেছেন।

পাকিস্তান সফরের স্কোয়াড নিয়ে আকর্ষণের কেন্দ্রে ছিলেন সাকিব। সম্প্রতি দেশে ক্ষমতার পালাবদল হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ায় স্বাভাবিকভাবে সাকিব পাকিস্তান সফরের স্কোয়াডে থাকবেন কি থাকবেন না এ নিয়ে আলোচনা ছিল। কারণ তিনি দলটির মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন।

তবে সব জল্পনা শেষে সাকিবকে নিয়েই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ।

পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। তাসকিনের সঙ্গে আছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

পাকিস্তান সফরের বাংলাদেশ দল :

নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

LEAVE A REPLY