দেব ও জিৎ
২০১০ সালে ‘দুই পৃথিবী’ চলচ্চিত্র দিয়ে একসঙ্গে পর্দায় এসেছিলেন টলিউডের দুই সুপারস্টার দেব ও জিৎ। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়। এরপর আর একসঙ্গে দেখা যায়নি দুই তারকাকে। দুজনের মধ্যে রেষারেষিও হয়েছে অনেক।
ভক্তদের শত আবেদন সত্ত্বেও একে-অপরের সঙ্গে কাজ করতে রাজি হননি তারা।
তবে বরফ এখন গলতে শুরু করেছে। সম্প্রতি জিতের সঙ্গে কাজ করেছেন দেবের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আর এবার নতুন খবর এই যে, দেব ও জিৎকে নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা করছেন সুপারহিট পরিচালক রাজ চক্রবর্তী।
ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে, পরিচালক রাজ চক্রবর্তী এক ছাদের তলায় আনতে চলেছেন জিৎ আর দেবকে। একটি বড়সড় কমার্শিয়াল সিনেমার পরিকল্পনা করে ফেলেছেন রাজ। শোনা যাচ্ছে, দুই স্টারের সঙ্গে কিছু মিটিংও করে ফেলেছেন তিনি। যদিও এই নিয়ে আর কোনও তথ্য এখনও সামনে আসেনি।
তবে নিসন্দেহে এই খবর উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে দুই তারকার ভক্তদের মাঝে।
এর আগে একসঙ্গে কাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলে দেব জানিয়েছিলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কী বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিৎদার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি মিঠুন দা, বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। জিৎদার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে।
কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তাঁর চরিত্রকে জাস্টিফাই করতে হবে। যেমনটা প্রজাপতিতে মিঠুনদাকে করা হয়েছিল।’
অন্যদিকে ব্যুমেরাং মুক্তির আগে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রকে পাশে নিয়ে জিতের জবাব ছিল, ‘আমার আর দেবের মধ্যে কিন্তু কোনও ঝামেলা নেই।’
টলিউডের সবচেয়ে প্রভাবশালী এই দুই নায়কের ভক্তদের অপেক্ষা তাদের একসঙ্গে দেখার। তাই রাজ পক্রবর্তীর ওপরেই ভরসা রাখছেন অনুরাগীরা। শাহরুখ-সলমনের মতো দেব আর জিতের বন্ধুত্বটাও হয়ে যাক, সেই প্রত্যাশায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।