পাকিস্তানে দলকে জেতাতে চান তাসকিন

ঘরের মাঠ মিরপুরে সর্বশেষ ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন তাসকিন আহমেদ। কাঁধের চোটের কারণে এরপর আর আদি সংস্করণে খেলা হয়নি বাংলাদেশি পেসারের। পাকিস্তান সিরিজ দিয়ে আবারো সাদা পোশাকের ক্রিকেটে ফিরবেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

দলের সঙ্গে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাসকিন। টেস্টে ফিরতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন তিনি। সফরে এক টেস্টে খেলবেন ২৯ বছর বয়সী পেসার। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হবে।

আর শেষ হবে ৩০ আগস্ট শুরু হওয়া করাচি টেস্ট দিয়ে।

দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়ে তাসকিন বলেছেন, ‘অবশ্যই আমি রোমাঞ্চিত অনেক দিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন। কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কমবেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে।

এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম, যাতে করে আমার কাঁধ ভালো থাকে।’

বাংলাদেশের হয়ে টেস্ট জয়ে অবদান রাখার কথাও জানিয়েছেন তাসকিন। তিনি বলেছেন, ‘দেশকে যেন বড় (টেস্ট) সংস্করণে ম্যাচ জেতাতে পারি এটাই। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আপনারাও দোয়া করেন। সব কিছু পরিবর্তন হয়েছে আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবেন।

LEAVE A REPLY