১৮ বছরের সম্পর্ক ছিন্ন বার্সেলোনা অধিনায়কের

সংগৃহীত ছবি

বার্সেলোনার সঙ্গে সার্জিও রবার্তোর দীর্ঘ সম্পর্কের যে অবসান হতে যাচ্ছে সেটা অনুমিত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা। অবশেষে সেই ঘোষণাটাও এসেছে। বার্সার সঙ্গে ১৮ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক।

রবার্তোর সঙ্গে নতুন করে চুক্তি না করার মধ্যে দিয়ে গত জুনে স্প্যানিশ মিডফিল্ডারের বিদায় নিশ্চিত হয়। গতকাল আনুষ্ঠানিক ঘোষণায় সামাজিক  যোগাযোগ মাধ্যমে ৩২ বছর বয়সী ফুটবলার বলেছেন, ‘সময় এসেছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানানোর। এই যাত্রাপথে আমরা একসঙ্গে অনেক কিছু করেছি। চিরদিনের জন্য দীর্ঘজীবী হোক বার্সেলোনা।

রবার্তোর ভবিষ্যৎ গন্তব্য কোথায় হবে, তা এখনো জানা যায়নি। ২০০৬ সালে ১৪ বছর বয়সে বার্সেলোনার সঙ্গে পথচলা শুরু হয় রবার্তোর। ২০১০ সালে বার্সার মূল দলের হয়ে অভিষেক হওয়ার আগে ‘বি’ দলের হয়ে খেলেন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত। সিনিয়দের হয়ে দীর্ঘ ১৪ বছরে ৩৭৩টি ম্যাচ খেলেছেন তিনি।

ডিফেন্ডার থেকে শুরু করে মিডফিল্ডসহ প্রায় পজিশনেই এ সময় তাকে দেখা গেছে। ১৯ গোলের পাশাপাশি ৩৯ অ্যাস্টিস্ট তার।

২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে শেষ ষোলের দ্বিতীয় লেগে দুর্দান্ত এক মুহূর্তের জন্ম দিয়েছিলেন রবার্তো। প্যারিসে ৪-০ গোলে হেরে যাওয়া বার্সা দ্বিতীয় লেগে তার গোলেই শেষ আট নিশ্চিত করেছিল। ৬-১ গোলের ব্যবধানে জয়ের ম্যাচে যোগ করা সময়ে গোল করেছিলেন তিনি।

বার্সেলোনার হয়ে ২টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি লা লিগা জিতেছেন রবার্তো। সঙ্গে ৬টি কোপা দেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ ও একটি করে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ আছে তার নামের পাশে।

LEAVE A REPLY