বৃষ্টি থাকতে পারে আরো চার পাঁচ দিন

শ্রাবণের শেষ ভাগে এসে দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টি হচ্ছে কয়েক দিন ধরেই। গতকাল সোমবার (১২ আগস্ট) দুপুরের দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টিপাতের এই চলমান ধারা অব্যাহত থাকতে পারে আরো চার-পাঁচ দিন।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আগামী চার-পাঁচ দিন বৃষ্টিপাত কমবেশি একই রকম থাকতে পারে।

উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে। তবে অতিভারি বর্ষণের সম্ভাবনা কম। চার-পাঁচ দিন পর আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। আগামী কয়েক দিন বৃষ্টিপাতের এই প্রবণতা কমবেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের অন্তত ৩৭টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, ১০০ মিলিমিটার। এ ছাড়া বাগেরহাটের মোংলায় ৮০ মিলিমিটার, সিলেটে ৭৯ মিলিমিটার ও বগুড়ায় ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময় সাত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

LEAVE A REPLY