দরজা আটকে মেম্বারের ঘরে আগুন, শিশুসহ দগ্ধ ৪

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়ে শিশুসহ একই পরিবারের চারজনকে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটে।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অগ্নিদগ্ধরা হলেন- ইউপি সদস্য তালিমুল ইসলাম খান (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খান (৩) এবং তালিমুলের ছোট ভাই ওবায়দুল খান (৩৪)। বর্তমানে তারা সবাই ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

দগ্ধ তালিমুলের ছোট ভাই ওবায়দুল জানান, বুধবার রাতে তার ভাই তালিমুল স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে তালিমুল, তার স্ত্রী ও ছেলেকে বের করা হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ভাই ওবায়দুল। তাদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ভোররাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘরের মধ্যে কোনো রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। পুরো ঘরে আগুন উড়ছিল, সঙ্গে বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আহত তিনজনের শরীরের দুই-তৃতীয়াংশ পুড়ে গেছে। তাদের অবস্থা সংকটাপন্ন।

ওবায়দুলের স্ত্রী রুমা বেগম জানান, রাত ২টার দিকে তারা আগুন ও চিল্লাচিল্লি শুনতে পান। জানালা খোলা থাকায় সম্ভবত পেট্রল দিয়ে আগুন জ্বালিয়েছে দুর্বৃত্তরা।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারি গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে দগ্ধ তিনজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

LEAVE A REPLY