লেবাননে ইসরাইলের বোমাবর্ষণে হতাহত ১৫

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, লেবাননের দক্ষিণে নাবাতিহে অঞ্চলের তুল শহরে একটি আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

এছাড়াও দক্ষিণ লেবাননের রামিহ, বেইত লিফ, কৌজা, কাফারকালা এবং আইতারুনেও বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর চালানো আল-আকসা অপারেশনের পর থেকে, হিজবুল্লাহ অধিকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে প্রতিদিনই প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে।

উত্তর ফিলিস্তিনে ইসরাইলি সামরিক বাহিনীর একটি বড় অংশকে চাপে রাখতে এবং গাজায় প্রতিরোধ গোষ্ঠীগুলোর ওপর চাপ কমাতেই তারা এসব হামলা চালাচ্ছে বলেই দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

এসব আক্রমণে ইসরাইলি শাসকগোষ্ঠীর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং তাদের সামরিক সরঞ্জাম, যেমন- ট্যাঙ্ক, সেনা বাহক যান এবং সাঁজোয়া যানও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সূত্র: ইরনা

LEAVE A REPLY