আন্দোলনে গিয়ে নিখোঁজ, ১৪ দিন পর মর্গে মিলল লাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গত ৫ আগস্ট নিখোঁজ হন শরীয়তপুরের আল-আমিন মীর (২৭)। ১৪ দিন পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মিলল তার লাশ। 

নিহত আল-আমিন শরীয়তপুর জেলার নড়িয়া উপজলার বিঝারী ইউনিয়নের দক্ষিণ মগরকাদি গ্রামের ইসমাইল মীরের ছেলে।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে তার লাশ পাঠানা হয়।

নিহত আল-আমিনের পারিবারিক সূত্র জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ডাকে কারফিউ উপেক্ষা করে মিছিলের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে, সেখানে মিছিলকে লক্ষ্য করে তুমুল গোলাগুলি শুরু করে পুলিশ বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ আহত হন। 

তখন থেকেই তার পরিবার তাকে খোঁজাখুঁজি শুরু করলেও আর খোঁজ মেলেনি আল-আমিনের। সাভারের বিভিন্ন হাসপাতালে খোঁজ নেয় তারা। কিন্তু কিছুতেই তার সন্ধান মেলেনি। 

নিখোঁজের ১৪ দিন পর ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিখোঁজ আল-আমিনের লাশ পাওয়া যায়।

LEAVE A REPLY