এবার পর্দায় এলেন ভিকি জাহেদ

‘পুনর্জন্ম’, ‘কাজলের দিনরাত্রি’, ‘রেডরাম’, ‘সাইলেন্স’—এমন অনেক নাটক ও ওটিটি কনটেন্টের নির্মাতা ভিকি জাহেদ। সমসাময়িকদের তুলনায় তাঁর নির্মাণশৈলী একেবারেই আলাদা। পর্দার পেছন থেকে এবার পর্দায় এলেন এই নির্মাতা। 

প্রথমবার একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি।

মোবাইল ডিভাইস টেকনো ক্যামন ৩০ সিরিজের বিজ্ঞাপনে ভিকিকে নিজের চরিত্রেই দেখা গেছে। মোবাইলের ক্যামেরা দিয়ে কিভাবে শুটিং করা যায় সেটাই দেখিয়েছেন তিনি। 

নতুন অবতারে পরিচালককে দেখে প্রশংসায় মেতেছেন তাঁর নাটক-সিরিজের অভিনয়শিল্পীরা।

LEAVE A REPLY