বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে পাকিস্তান টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার আমির জামাল। আমিরকে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে তার ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই বছর কাউন্টি খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন আমির। সম্প্রতি চোট থেকে ফেরায় ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ।
বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের দল:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেট-রক্ষক) এবং শাহীন শাহ আফ্রিদি।