এক যুগ পর সভাপতির পদ ছাড়লেন পাপন

দীর্ঘ একযুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সচিবালয়ে আজ হঠাৎ জরুরি বোর্ড সভা ডাকার পরই সভাপতি পদ থেকে নাজমুল হাসানের পদত্যাগের বিষয়টি অনুমিত ছিল। নাজমুল হাসানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সভায় থাকা বিসিবির এক পরিচালক।

গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন। তার কয়েকদিন পর এক বোর্ড পরিচালকের মাধ্যমে পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিলেন পাপন।

২০১২ সাল থেকে টানা দায়িত্ব পালন করছিলেন পাপন।

২০১৩ সালের পর ২০১৭ ও ২১ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন।

এখন অপেক্ষা নতুন এক সভাপতির জন্য। গুঞ্জন রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদই হচ্ছেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি। 

LEAVE A REPLY