সভাপতির দায়িত্ব ছাড়লেও পরিচালক পদে আছেন পাপন

নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের জরুরি সভা ছিল আজ। সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই সভায় ভার্চুয়াল যোগ দিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। এই দায়িত্বে তিনি এক যুগের সাম্রাজ্য ছাড়লেও বিসিবির পরিচালকের পদ ছাড়েননি বলে জানা গেছে।

এই বৈঠকে উপস্থিত থাকা এক পরিচালক কালের কণ্ঠকে বলেন, ‘পাপন ভাই জানিয়ে দিয়েছেন তিনি আর সভাপতির দায়িত্ব চালিয়ে যাবেন না।

তবে পরিচালক হিসেবে থাকবেন। এখন আগামী ৩টি বোর্ড মিটিংয়ে তিনি যদি উপস্থিত না থাকেন, আইনিভাবেই তার এই পরিচালক পদ চলে যাবে। তার আগ পর্যন্ত তিনি বোর্ডের একজন পরিচালক।’

এই সভায় অন্য কোনো বোর্ড পরিচালক পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে আরেক পরিচালক বলেন, ‘আর কেউ পদত্যাগ করেনি।

এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) বাইরের সবাই পরিচালক হিসেবে আছেন।’

এদিকে এনএসসি থেকে মনোনীত জালাল ইউনুস আগেই পদত্যাগ করেছেন। আজ সরিয়ে দেওয়া হয়েছে আহমেদ সাজ্জাদুল আলমকে। এই দুজনের জায়গায় ফারুক আহমেদ ও নাজমুল আবেদীনকে নতুন পরিচালক ঘোষণা করা হয়।

এনিয়ে নাজমুল আবেদীন বলেন, ‘হ্যাঁ, আজকে আমি গিয়েছিলাম। এখন থেকে আমি পরিচালক পদে আছি। আজকে আমি ও ফারুক ভাই পরিচালক হিসেবে ঘোষিত হয়েছি।’

পরে এক পরিচালকের প্রস্তাবনার প্রেক্ষিতে বাকিদেরে অনুমতিক্রমে ফারুক আহমেদকে পরবর্তী বোর্ড সভাপতি নির্বাচিত করা হয়। কালের কণ্ঠকে ফারুক বলেন, ‘আমাকে নতুন সভাপতি করা হয়েছে।

আমি মিরপুরে যাচ্ছি। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলব।

LEAVE A REPLY