সভাপতির দায়িত্ব পেয়ে বড় লক্ষ্যের কথা জানালেন ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৫তম সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। দায়িত্ব পেয়েই নিজের লক্ষ্য অনেক বড় বলে জানিয়েছেন তিনি। সাবেক এই নির্বাচক জানান ক্রিকেট এগিয়ে নিয়ে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চান তিনি।

দায়িত্ব পেয়ে বিসিবির ফেসবুক পেজে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন ফারুক আহমেদ।

তিনি জানিয়েছেন, দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নিজের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘লক্ষ্য অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি। দেশের মুখ উজ্জ্বল করা।

দলকে একটা জায়গায় (ভালো) দেখতে চাই।  কীভাবে দেখব সেটা অনেক বড় একটা ব্যাপার। সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।’

তিনি যোগ করে বলেছেন, ‘অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, এসব নিয়ে প্রশ্ন আছে।

আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা অন্য দিকে যেন সরে না যাই। সুতরাং বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট সব মিলিয়েই এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।

ফারুক আহমেদ এর আগে দুই মেয়াদে বাংলাদেশের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০১৬ সালে হস্তক্ষেপের অভিযোগে প্রধান নির্বাচকের পদ ছাড়েন সাবেক এই ক্রিকেটার।

LEAVE A REPLY