ডিএমপিতে যুগ্ম কমিশনার পদে সাতজন রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানিয়ে তা অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, তাঁদের মধ্যে ডিএমপির যুগ্ম কমিশনার হাসান মো. শওকত আলীকে লজিস্টিকস বিভাগে, খন্দকার ফরিদুল ইসলামকে ট্রাফিক দক্ষিণ বিভাগে, সৈয়দ হারুন অর রশীদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণের যুগ্ম কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণের যুগ্ম কমিশনার সুফিয়ান আহমেদকে ট্রাফিক উত্তরের যুগ্ম কমিশনারের দায়িত্বে পাঠানো হয়েছে।

লজিস্টিকসের যুগ্ম কমিশনার মোহাম্মদ জায়েদুল আলম, ট্রাফিক দক্ষিণের এস এম মেহেদী হাসান ও ট্রাফিক উত্তরের সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY