‘আমাদের গল্প শুনাইসেন কাঁঠালের তরকারি, সিদ্ধ ডিম, নুন ভাত, পেঁয়াজ ছাড়া রান্নার’

অভিনেতা জিতু আহসান

গুণী অভিনেতা জিতু আহসান। সরব ছিলেন ছাত্র আন্দোলন নিয়ে। ফেসবুক পোস্ট দিয়ে অনেকবারই জানিয়েছেন সংহতি। ছাত্র আন্দোলনের জেরে এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা।

একে এক বের হচ্ছে সাবেক সরকার প্রধানের দুর্নীতির খবর। সেসব দুর্নীতির সঙ্গে তার বলা কথা মেলাচ্ছেন অনেকেই। যেমনটা মেলালেন জিতু আহসান।

তিনি আজ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘নিজে আর সঙ্গী-সাথীরা মিলে লুটপাট করসেন লক্ষ লক্ষ কোটি টাকা।

আর আমাদের গল্প শুনাইসেন কাঁঠালের তরকারি, সিদ্ধ ডিম, নুন ভাত, পেঁয়াজ ছাড়া রান্নার। ব্যাপক বিনোদন।’

তার এই পোস্টে নিচে অনেকেই মন্তব্য করেছেন। নাজিয়া খালেদ লোপা নামের একজন লিখেছেন, ‘ভাইয়া কুমড়ার বেগুনি বাদ পড়ছে।

মিতা হাসান নামে একজন লিখেছেন, ‘আর ঐ কাঁঠালগুলো তো আমাদের মাথাতেই ভেঙে খাওয়া হইছে।’

পোস্টটি শেয়ারও করেছেন বেশ কয়েকজন।

LEAVE A REPLY