বিয়ের মাত্র দুই বছরের মাথায় সংসার ভাঙছে হলিউডের আলোচিত তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।
অনেকদিন ধরেই গুঞ্জনের ডালপালা বাড়ছিল। এরইমধ্যে এবার জানা গেছে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন লোপেজ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন অভিনেতা ও পপ তারকা জেনিফার। আজ বুধবার এটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
ওই আবেদনে বিচ্ছেদের তারিখ হিসাবে ২০২৪ সালের ২৬ এপ্রিল উল্লেখ করা হয়েছে। অবশ্য জেনিফারের প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। এটি চূড়ান্ত হলে বেনের দ্বিতীয়বারের জন্য এবং জেনিফার চতুর্থবারের জন্য বিবাহবিচ্ছেদ হবে।
জানা গেছে, জেনিফার এবং বেন অনেকদিন ধরেই নিজেদের মধ্যে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।
গত বছর ৬০ মিলিয়ন ডলার খরচ করে দুইজন যৌথ মালিকানায় লস অ্যাঞ্জেলসে একটি বাড়ি কেনেন। কিন্তু পরে আর্থিক বিরোধে জড়িয়ে পড়েন দুইজন।