ধর্ষকের শাস্তি চেয়ে সরব শুভশ্রী

এর আগেও একাধিকবার আরজি করকাণ্ডে প্রতিবাদে শামিল হয়েছিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার ধর্ষকের চূড়ান্ত শাস্তি নিয়ে মুখ খুললেন তিনি। 

এর আগে নারীদের ওপর হওয়া নির্যাতন চলতে থাকা নানা ধরনের কটাক্ষ নিয়ে কবিতা লিখেছিলেন এ অভিনেত্রী। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিউটিরত নারী চিকিৎসকের সঙ্গে হওয়া ধর্ষণ ও খুনের ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। তারকারাও চুপ থাকেননি। প্রতিবাদ জানিয়েছেন সবাই। সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে তারা লড়ে চলেছেন।

এবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যা ধর্ষককে শাস্তি দেওয়া নিয়ে। সবাই চান, অভয়ার ওপর যারা এই নির্মম অত্যাচার করেছে, তাদের চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। শুভশ্রীর শেয়ার করা সেই স্টোরির দাবি— গারুদা পুরাণ অনুসারে ধর্ষকের শাস্তি হওয়া উচিত।

সামাজিকমাধ্যমের পোস্টে ছবিতে দেখা যাচ্ছে— বড় খাঁচার ভেতর এক মানুষ। আর সে সম্পূর্ণ উলঙ্গ। তার যৌনাঙ্গের ওপর খাঁচায় করে ছেড়ে দেওয়া হয়েছে ইঁদুর, যা ক্ষতবিক্ষত করেছে তার যৌনাঙ্গটি।

গত ১৪ আগস্ট মেয়েদের রাত দখলেও ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপর সিনেমার তারকারা গত রবিবার যে মিছিল বের করে, তাতেও তিনি সামনের সারিতে ছিলেন। গলা ফাটিয়ে স্লোগান তুলেছিলেন— ‘সিনেমাপাড়ার একটাই রব, জাস্টিস ফর আরজি কর’। পাশে ছিলেন রাজ চক্রবর্তীও। যিনি টালিউডের বড় পরিচালক শুধু নয়, তৃণমূলের বিধায়কও। তবে সম্পূর্ণ অরাজনৈতিক এ আন্দোলেন তিনিও নির্যাতিতার হয়ে গলা মেলান— বিচার চান এ নারকীয় ঘটনার। যদিও তৃণমূলের নেতা হওয়ার কারণে বারবার সমালোচিত হচ্ছেন রাজ। মিছিলে হাঁটলেও ট্রলিং তাকে নিয়ে, মিছিলে না থাকলেও। বারবার অভিযোগে বিদ্ধ পক্ষপাতিত্বের।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ে লেখা যে কবিতাটিও ভাইরাল হয়েছিল। যেখানে লাইনে লাইনে ছিল জোরালো প্রতিবাদ। তিনি লিখেছিলেন— ‘অনেক হয়েছে নোংরামি, অনেক করেছো পাপ/ তাও নেই কোনো অনুতাপ/ তাই তো ফেসবুকে পোস্ট এর বন্যা’, আমরা নাকি পতিতা/ আমরা নাকি নষ্টা/ দেখ এবার এবার গড়বে দুনিয়া/ যেখানে বাপকেও ছাড়ে না পাপ’।

LEAVE A REPLY