বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলঙ্কায় যাবেন নিগাররা

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় অংশগ্রহণ করা পাঁচটি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিলে এই টুর্নামেন্ট সরিয়ে নিতে বাধ্য হয় আইসিসি। আগের সূচিতে ৩ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। এতে দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছেন নিগার সুলতানা, জাহানারা আলমরা।

এ নিয়ে আজ নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সংবাদমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপ না হওয়ায় যেটা হলো, সবারই ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা। মেয়েদের অনেকেরই সে স্বপ্ন ছিল। এ জন্য ওরা একটু হতাশ। আমরা অবশ্যই ঘরের মাঠের কন্ডিশন মিস করব।

বিশ্বকাপ দেশ থেকে সরে গেলেও মেয়েদের প্রস্তুতিতে ঘাটতি রাখছে না বিসিবির নারী বিভাগ। ২৪ আগস্ট থেকে রাজশাহীতে ৮ দল নিয়ে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। ১ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট শেষ করে ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ ‘এ’ দল। তবে বিশ্বকাপ দলে যারা থাকবেন তাদের নিয়েই ‘এ’ দল গড়া হবে বলে জানালেন হাবিবুল, “যাদের নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা করব, তাদের নিয়েই ‘এ’ দলটা সাজাব।

জানা গেছে, শ্রীলঙ্কায় ২টি ওয়ানডের সঙ্গে ৫টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই সিরিজ শেষ করে ২০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে যাবেন নিগাররা।

এদিকে হাবিবুল বাশারের দীর্ঘদিনের সহকর্মী ফারুক আহমেদ এখন বিসিবির সভাপতি হয়েছেন। দুজন একসময় জাতীয় দলের নির্বাচক প্যানেলে ছিলেন। ফারুকের কাছে হাবিবুলের প্রত্যাশা অনেক।

তবে ফারুককে আগে সময় দিতে বললেন হাবিবুল।

হাবিবুল বলেন, ‘ফারুক ভাইয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তিনি ভেতর-বাহির দুটিই জানেন। ক্রিকেট খেলেছেন। নির্বাচক হিসেবে কাজ করেছেন। বোর্ডের সঙ্গেও কাজ করেছেন। পরে অনেক কিছু দেখেছেন। তিনি ভেতর-বাইরের সব কিছু জানেন। এটা অনেক বড় সুবিধা। ওনাকে একটু সময় দেওয়া উচিত। উনি নিশ্চয়ই জাদুর ছড়ি নিয়ে আসেননি যে এসেই সব ঠিক করে ফেলবেন।’

LEAVE A REPLY