শামুক খুঁজতে যাওয়া নারীকে গিলে ফেলল কুমির!

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মালুকু দ্বীপপুঞ্জে কুমিরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) গোসল করতে গিয়ে শামুক খোঁজার সময় তাকে আক্রমণ করে কুমিরটি। এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ ও বাসিন্দারা জানিয়েছে, মৃত নারীর নাম হালিমা রাহাকবাউ (৫৪)।

তিনি মঙ্গলবার সকালে ওয়ালি গ্রামের একটি নদীতে শামুক সংগ্রহের পর গোসল করতে গেলে কুমিরের আক্রমণের শিকার হন।

রাহাকবাউয়ের প্রতিবেশী রুস্তম ইলিয়াস বলেন, রাহাকবাউ বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। পরে নদীতে একটি স্যান্ডেল ও শরীরের অংশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে কুমিরটিকে হত্যা করে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কুমিরের পেট কেটে মৃতদেহের কিছু অংশ বের করতে হয়েছে।

প্রতিবেশী ইলিয়াস জানান, কুমিরটি প্রায় চার মিটার (১২ ফুট) লম্বা ছিল। তবে পুলিশ বা স্থানীয়রা কেউই কুমিরের প্রজাতি শনাক্ত করতে পারেনি।

এর আগে রবিবার সুমাত্রার বাংকা দ্বীপে একটি নদীর কাছাকাছি ৬৩ বছর বয়সী এক টিন খননকারীও কুমিরের আক্রমণে প্রাণ হারান।

২০১৮ সালে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যুর প্রতিশোধ হিসেবে প্রায় ৩০০টি কুমির হত্যা করেছিল ওই এলাকার মানুষ। ২০১৯ সালে সুলাওয়েসি দ্বীপে একটি বিশাল কুমির এক বিজ্ঞানীকে টেনে নিয়ে যায় এবং প্রাণ কেড়ে নেয়।

LEAVE A REPLY