৪০০ মানুষকে উদ্ধারের কথা জানালেন তাসরিফ খান

তাসরিফ খান

দুই বছর আগে সিলেটের বন্যার সময় বন্যার্তদের পাশে থেকেছেন সংগীতশিল্পী তাসরিফ খান। ‘কুঁড়েঘর’ ব্যান্ডের এই শিল্পী যেকোনো প্রাকৃতিক দুর্যোগেই দাঁড়িয়ে যান মানুষের জন্য। ২০২২ সালে সিলেটের বন্যায় ব্যাপক উদ্যোগ ছিল তার। এবারও এক মুহূর্ত দেরি না করে ইতিমধ্যেই লক্ষ্মীপুর হয়ে ফেনীতে পৌঁছে গেছেন তিনি।

সঙ্গে নিয়ে গেছেন স্পিডবোট।

সেখান থেকে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, প্রথম দিনশেষে বিকেল থেকে রাত পর্যন্ত দুইটি স্পিডবোট দিয়ে ফেনীর লস্করহাট থেকে আমরা ৪০০’র বেশি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তাসরিফ বলেন, এখানকার ডিসি মহোদয়ের নেতৃত্বে ছাত্রদের সাপোর্ট, লোকাল সাপোর্ট ও রোভার স্কাউটের সহযোগিতায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে ১৮টা বোট নিয়ে ছাগল নাইয়া, ফুলগাজী, পরশুরাম এবং আরো দুর্গম এলাকাগুলোতে ঢুকবেন বলেও জানান এই তরুণ।

এখানেই শেষ নয়। তিনি ফেনীর বন্যাদুর্গতদের পরিস্থিতির আপডেট জানিয়ে আরো একটি পোস্টে লিখেছেন,  কয়েক শত বোট ট্রাকে করে ফেনীতে ঢুকেছে। শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে বড় পরিসরে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ চলবে।

LEAVE A REPLY