রোনালদোর অপরাজিত ‘৫০’

মাইলফলক স্পর্শ করতে এক গোলের প্রয়োজন ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকাল এবারের মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে মাইলফলকটা পূর্ণও করেছেন ‘সিআর সেভেন’।

কিং সৌদ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে আল রাদের বিপক্ষে কীর্তিটি গড়েন রোনালদো। কীর্তি স্পর্শ করার গোলটি করেন ৩৪ মিনিটে, দুর্দান্ত এক হেডে।

ক্যারিয়ারের ৯০০ গোল পেতে আর ২ গোলের অপেক্ষা। বর্তমানে তার গোল সংখ্যা ৮৯৮। পরে পরিসংখ্যানটা বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এবং কাজেও লাগিয়েছিলেন। তবে ৮৫ মিনিটের গোলটি ভিএআর অফসাইডের কারণে বাতিল করে দেয়।

তার আগে দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল রাদকে সমতায় ফেরান মোহাম্মদ ফৌজাইর।

এতে করে রোনালদোর মাইলফলকের ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর আগে এই কীর্তি গড়েছেন মোহাম্মদ আল সাহলাবি (৭৭), আবদুল রাজ্জাক হামাদাল্লাহ (৫৬) এবং তার ক্লাব সতীর্থ অ্যান্ডারসন তালিসকা (৫০)। রোনালদো কীর্তি গড়তে সময় নিয়েছেন ৪৮ ম্যাচ।

পর্তুগাল অধিনায়কের উপরে আছেন আল আহলির সাবেক ফুটবলার ওমর আল সোমেহ (৪৫ ম্যাচ) ও আল শাবাবের স্ট্রাইকার হামাদাল্লাহ (৪২ ম্যাচ)।

সব মিলিয়ে এখন পর্যন্ত চারটি লিগে কমপক্ষে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। এর আগে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড এই কীর্তি গড়েছেন পর্যায়ক্রমে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সির আতে। 

LEAVE A REPLY