কেন সাকিবকে নিয়ে দেওয়া পোস্ট মুছে দিলেন মিথিলা

গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাকিব আল হাসানকে আসামি করায় ক্ষুব্ধ হয়েছিলেন মডেল তানজিয়া জামান মিথিলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করার বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন সাকিবের এই প্রাক্তন।

তবে এখন আর আলোচিত সে পোস্টটি মিথিলার পেজে সে পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সমালোচনার মুখে পড়ে পোস্টটি নিজের পেজ থেকে সরিয়ে নিয়েছেন এই আলোচিত মডেল।

সাকিবকে নিয়ে করা পোস্টে মিথিলা লিখেছিলেন, ‘এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেফতার দিয়ে কী বোঝানো হচ্ছে?’

পোস্টে অর্থ লোপাটে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের প্রসঙ্গ টেনে মিথিলা লিখেছেন, ‘শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। সাকিব যা–ই করুক না কেন, সে খুনি নয়। তার এত বড় অর্জনের কথা ভুলে যান কী করে? বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।’

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় প্রাণ হারান গার্মেন্টকর্মী রুবেল। আদাবর থানায় রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় ২৮ নম্বর আসামি করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।

LEAVE A REPLY