বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজেদের এক দিনের সমপরিমাণ বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী।
শুক্রবার পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষ বাস্তুহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। জান, মাল, ঘর-বাড়ি, অবকাঠামোসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের এই ক্রান্তিকালে জনগণের সেবায় নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এজন্য বন্যার্তদের সহযোগিতায় পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারী এক দিনের সমপরিমাণ বেতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে দেশের ৮০ ভাগ অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষের ঘর আলোকিত রাখার দায়িত্বে নিয়োজিত পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সমবেদনা জ্ঞাপন করার কথাও জানান ।