বন্যার্তদের সহায়তার জন্য ‘ফাউন্ডেশন’ করলেন আসিফ

আসিফ আকবর

জাতীয় দুর্যোগে বরাবরই এগিয়ে আসেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এবারের বন্যা পরিস্থিতি দেখে তাঁর মনে হয়েছে একটা ফাউন্ডেশন থাকলে সুবিধা হতো। আর তাই দ্রুত আসিফ আকবর ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল সন্ধ্যায় তিনি বলেন, ‘দেশের ৬৪ জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে।

প্রতি ক্লাব থেকে ১১ জনের একটা টিম গঠন করব, যাঁরা জেলায় জেলায় এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন। সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করব নিজেই। দেশের বাইরেও আমার ভক্তকুল রয়েছে। তহবিল গঠনে তারাও এগিয়ে আসবে।

এবারের বন্যায় ‌১২ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি। বন্যায় গতকাল শনিবার পর্যন্ত ১২ জেলায় মোট ১৮ জন মারা গেছে। এর মধ্যে কুমিল্লায় চারজন, ফেনীতে একজন, চট্টগ্রামে পাঁচজন, নোয়াখালীতে তিনজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছে।

আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে তিন হাজার ৫২৭টি। এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছে।

LEAVE A REPLY