১০০০ গোলের পরেই বুটজোড়া তুলে রাখতে চান রোনালদো

রোনালদোর এক্স থেকে

রেকর্ড গড়তে ক্রিস্টিয়ানো রোনালদোর আর এক গোলের অপেক্ষা। এই এক গোল করতে পারলেই ইতিহাস গড়বেন ‘সিআর সেভেন’। প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ৯০০ গোলের মাইলফল স্পর্শ করবেন তিনি।

সৌদি প্রো লিগে গতকাল আল ফেইহার বিপক্ষে অবিশ্বাস্য এক ফ্রি কিক গোলে রেকর্ডের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রোনালদো।

বর্তমানে তার নামের পাশে গোলসংখ্যা ৮৯৯। তবে ৯০০ গোলের কীর্তি গড়েই থামতে চান না পাঁচবারের ব্যালন ডি অরজয়ী। আরো বড় লক্ষ্যের কথা জানিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড।

পেশাদার ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক গড়তে চান রোনালদো।

এর পরেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান। তার এই প্রত্যাশার কথা ম্যান ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের কাছে প্রকাশ করেছেন পর্তুগালের অধিনায়ক। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডারের নতুন ইউটিউব চ্যানেলে অবসর নিয়ে কথা বলার সময় আল নাসর অধিনায়ক বলেছেন, ‘খুব শিগগির ৯০০ গোল স্পর্শ করব। এরপর ১০০০ গোলের লক্ষ্যে ছুটব।

১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে চাই।’

রোনালদোর হাজার গোলের ইচ্ছার কথা শোনার পর তার বয়সের হিসাব করছিলেন ফার্ডিনান্ড। তখন রোনালদো বলেন, ‘৪১? তবে আমরা জানি না। যদি চোটে না পড়ি তাহলে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যে এটি। আমি এটা পূরণ করতে চাই।

প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোল করাটা ফুটবলে আমার সেরা ছাপ হয়ে থাকবে। এরপর আমার চ্যালেঞ্জ হবে ১০০০ গোলের। একটা পার্থক্যের সঙ্গে প্রমাণ করতে পারব যে সব গোল আমি করেছি এবং সেসবের ভিডিও আছে।’

LEAVE A REPLY