ফেদেরারকে পেছনে ফেলে টেনিসে অনন্য রেকর্ড জোকোভিচের

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জিতে রজার ফেদেরারের একটি কীর্তি স্পর্শ করেছিলেন নোভাক জোকোভিচ। আজ দ্বিতীয় রাউন্ডের জয়ে সুইস কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন তিনি। বছরের শেষ গ্র্যান্ড স্লামে তার জয় পাওয়া ম্যাচের সংখ্যা এখন ৯০।

অন্যদিকে ৮৯ ম্যাচ জিতে তালিকার তিনে আছেন ২০ গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার।

ইউএস ওপেনে সবচেয়ে বেশি জয় পেয়েছেন জিমি কনর্স। যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস তারকার জয় ৯৮ ম্যাচে। ইউএস ওপেনের ম্যাচ জয়ে আটবারের গ্র্যান্ড স্লাম জয়ী কনর্স শীর্ষে থাকলেও আজ জোকোভিচ এমন এক রেকর্ড গড়েছেন যা বিশ্ব টেনিসে আর কারো নেই।

টেনিসের চার গ্র্যান্ড স্লামে কমপক্ষে ৯০ ম্যাচে জয় পাওয়া বিশ্বের প্রথম খেলোয়াড় জোকোভিচ।

অন্য তিন ওপেনে এই সংখ্যা আগেই পূর্ণ করেছিলেন তিনি। বাকি ছিল শুধু ইউএস ওপেনে। আজ দ্বিতীয় রাউন্ডে বন্ধু লাসলো দিয়েরেকে হারিয়ে সেটাও পূরণ করেছেন সার্বিয়ান তারকা। প্রথম দুই সেট ৬-৪, ৬-৪ ব্যবধানে জয়ের পর তৃতীয় সেটে যখন ২-০ ব্যবধানে এগিয়ে ছিল জোকোভিচ তখন চোট পান দিয়েরে।

পরে আর সার্বিয়ান তারকা কোর্টে পুনরায় নামতে না পারলে ম্যাচে জয় পান ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ।

উইম্বলডনে সবচেয়ে বেশি ৯৭ ম্যাচ জিতেছেন জোকোভিচ। এরপর ফ্রেঞ্চ ওপেনে জিতেছেন ৯৬টি। আর অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছেন ৯৪ ম্যাচ। ইউএস ওপেনের ৯০ সংখ্যাটাকেও বাড়ানোর সুযোগ পাচ্ছেন ৩৭ বছর বয়সী তারকা।

এর জন্য তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার টেনিস তারকা অ্যালেক্সি পপিরিনকে হারাতে হবে তাকে।

LEAVE A REPLY