আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের মেয়াদ বাড়ছে তিন বছর

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) বর্তমান চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ আরও তিন বছর বোর্ড পরিচালনা করতে প্রস্তুত। নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন এসিবির একজন শীর্ষ কর্মকর্তা।

সাবেক ক্রিকেটার আশরাফ ২০২১ সাল থেকে আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মেয়াদ ২০২৩ সালের আগস্টে শেষ হওয়ার কথা ছিল।

এসিবি-র কর্মকর্তা জানিয়েছেন, “গত তিন বছর ধরে তার পারফরম্যান্সের কারণে তালেবান সরকার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসাবে মিরওয়াইস আশরাফের নতুন মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়িয়েছে।

“গত তিন বছরে আমাদের একজন চেয়ারম্যান, একজন সিইও এবং একজন কোচ ছিল এবং এর মধ্যে আমরা শুধু একবার আমাদের অধিনায়ক পরিবর্তন করেছি। কারণ আমরা মনে করি, আমরা যদি একটি ক্রিকেট জাতি হিসাবে বিকাশ লাভ করতে চাই তবে আমাদের স্থিতিশীলতার দিকে বেশি মনোযোগ দিতে হবে,”-তিনি যোগ করেন।

জানা গেছে, আফগানিস্তানের প্যাট্রন-ইন-চিফ মোল্লা মুহাম্মদ হাসান ও দেশটির প্রধানমন্ত্রী আশরাফের চেয়ারম্যানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

LEAVE A REPLY