গোল্ডেন গ্লোবসের ৮২তম আসর সঞ্চালনা করবেন নিকি

আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার গোল্ডেন গ্লোবসের ৮২তম আসর সঞ্চালনা করবেন। ২০২৫ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। 

মার্কিন গণমাধ্যমকে নিকি গ্লেজার বলেন, ‘গোল্ডেন গ্লোবস উপস্থাপনার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। জনপ্রিয় ও বিখ্যাত তারকাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালনা করার কাজ সত্যিই স্বপ্নের মতো লাগছে।’ 

এর আগে ২০২২ সালে এইচবিও’র কমেডি স্পেশাল ‘গুড ক্লিন ফিল্প’ দিয়ে সমালোচকদের প্রশংসা কুড়ান নিকি গ্লেজার। চলতি বছর কমেডি স্পেশাল ‘নিকি গ্লেজার : সামডে ইউ উইল ডাই’র জন্য এমি মনোনয়ন পান তিনি। 

উল্লেখ্য, ১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY