আফগানিস্তানের রাজধানীতে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে এক নারীসহ ছয়জন নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে। কাবুলের দক্ষিণাঞ্চলীয় এলাকা কালা-ই-বখতিয়ারে স্থানীয় সময় সোমবার বিকেলে এ হামলা হয়। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘আজ (সোমবার) বিকেলে শরীরে বিস্ফোরক পরিহিত এক ব্যক্তি বিস্ফোরণ ঘটায়। দুর্ভাগ্যবশত এক নারীসহ ছয়জন বেসামরিক লোক নিহত এবং ১৩ জন আহত হয়েছে।’
এদিকে এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। এ ঘটনায় তদন্ত চলছে বলে মুখপাত্র জাদরান জানিয়েছেন।
২০২১ সালে বিদেশি বাহিনী ও ইসলামী বিদ্রোহীদের মধ্যে দুই দশকের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আফগানিস্তানে সহিংসতা হ্রাস পেয়েছে। তবে ইসলামিক স্টেট খোরাসান নামে পরিচিত ইসলামিক স্টেটের আঞ্চলিক অধ্যায় আফগানিস্তানে সক্রিয় রয়েছে। তারা নিয়মিত বন্দুক ও বোমা হামলার মাধ্যমে বেসামরিক নাগরিক, বিদেশি ও তালেবান কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে।
সূত্র : এএফপি