শুরুর গোলকেই সৌভাগ্য বলছেন কাবরেরা

ফেসবুক থেকে

চাংলিমিথাও স্টেডিয়ামে খেলার ছয় মিনিট না পেরোতেই বাংলাদেশ শিবিরে উচ্ছ্বাস এনে দেন শেখ মোরসালিন। রাকিব হোসেনের ক্রস ভুটানের গোলরক্ষক গ্লাভসে নিতে না পারলে আলগা বল জালে পাঠান মোরসালিন। শুরুর এই গোলের লিড ধরে রেখেই ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।

শুরুতেই গোল পেয়ে যাওয়াকে তাই সৌভাগ্য বলছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা, ‘জয়টা সহজ ছিল না।

আমাদের সৌভাগ্য যে শুরুতেই গোলটা পেয়ে গেছিলাম। এরপর কিছু সময় আমরা চাপেও ছিলাম। ২০-২৫ মিনিটের পর থেকে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পেরেছি। শেষ পর্যন্ত আমরা ভালোভাবে সামলে নিয়েছি।

খেলোয়াড়রা ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ জয়ের চেয়েও।’

কেন সহজ ছিল না ম্যাচটি? কাবরেরা বলেছেন, ‘ভুটানের এই উচ্চতায় ৫-৬টি সেশন করে, ওদের খেলোয়াড়রা খেলার মধ্যে ছিল। আমরা তিন মাস বাইরে ছিলাম।

সেখান থেকে ফিরে এমন অবস্থায় খেলাটা সহজ ছিল না।’ ভুটানের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি হওয়ায় সেখানে খেলা সব সময় কঠিন। বাংলাদেশের ফুটবলারদের শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। এসব প্রতিকূলতা দূরে ঠেলে প্রথম ম্যাচেই জয় তুলে নেওয়ায় খুশি বাংলাদেশ কোচ, ‘এই জয়ে আমরা খুশি, কারণ টানা চার হারের পর জিতেছি। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই জয় খুবই দরকার ছিল।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পায়ে চোট পান ফরোয়ার্ড রাকিব হোসেন। এরপর তাকে উঠে যেতে হয়। ৮ সেপ্টেম্বরের ম্যাচেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। কাবরেরা বলেছেন, ‘রাকিব পায়ে চোট পেয়েছে। সম্ভবত পরের ম্যাচে সে খেলতে পারবে না। ওই ম্যাচেও কিছু পরিবর্তন করতে হবে।’

কোচের দিকনির্দেশনা মোতাবেক খেলতে পারাতেই জয় এসেছে বলছেন গোলদাতা শেখ মোরসালিন, ‘আমরা ভালো খেলেছি। কোচ যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সেগুলো আমরা বাস্তবায়ন করতে পেরেছি বলেই জিততে পারলাম। অবশ্যই আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। সেভাবেই পরিকল্পনা করা। প্রথম ম্যাচ ভালোভাবে পার করেছি, এখন পরের ম্যাচেও জিততে চাই।’

LEAVE A REPLY