এবার আর খালি হাতে ফিরতে হয়নি আরিনা সাবালেঙ্কাকে। ইউএস ওপেনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। অর্থাৎ, বছরের শেষ গ্র্যান্ড স্লামের নতুন রানি বেলারুশের টেনিস তারকা।
গত বছর যুক্তরাষ্ট্রের উদীয়মান তারকা কোকো গফের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন ভেস্তে গিয়েছিল সাবালেঙ্কার।
আর গতকাল কোকোরই স্বদেশি জেসিকা পেগুলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ২৬ বছর বয়সী সাবালেঙ্কা। পেগুলাকে সরাসরি ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি।
সাবালেঙ্কার কাছে হেরে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হয়েছে যুক্তরাষ্ট্রের ধনকুবের টেরি পেগুলার কন্যার। সঙ্গে প্রতিশোধ নেওয়াও।
এ বছর সিনসিনাটি মাস্টার্সের ফাইনালেও সাবালেঙ্কার কাছেই হারতে হয়েছিল পেগুলাকে।
এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন সাবালেঙ্কা। আগের দুটি গ্র্যান্ড স্লাম জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের বর্তমান চ্যাম্পিয়নও তিনি।
অর্থাৎ, বছরের শুরু আর শেষ করলেন গ্র্যান্ড স্লামের ট্রফি জিতেই। ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেন আবার বেলারুশের প্রথম গ্র্যান্ড স্লাম। নারী-পুরুষ মিলিয়ে বেলারুশের আর কোনো টেনিস তারকা এই ট্রফি জিততে পারেননি।
চ্যাম্পিয়ন হয়ে নিজের স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন সাবালেঙ্কা। তিনি বলেছেন,‘আমি নির্বাক।
চ্যাম্পিয়ন হওয়াটা সব সময় স্বপ্ন ছিল এবং শেষ পর্যন্ত আমি সুন্দর ট্রফিটা পেয়েছি। স্বপ্নের জন্য যদি আপনি কঠোর পরিশ্রম এবং সবকিছু উৎসর্গ করেন একদিন সেটা আপনার কাছে ধরা দিবেই। আমি আগে কখনো বলিনি তবে আজ সত্যি নিজেকে নিয়ে খুবই গর্ব করছি।’