সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:
কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে খুন ও ধর্ষণের বিচার চেয়ে ভারতজুড়ে প্রতিবাদ আন্দোলন ৩২ দিনে পড়ল। রাত পোহালেই আগামীকাল সোমবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের মামলার শুনানি শুরু হবে সকাল ১০টা থেকে।
এর আগে রোববার দিবারাত্রি আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতাসহ ভারতের সর্বত্র প্রতিবাদ মিছিল অব্যাহত আছে। পাহাড় থেকে সমুদ্র, সর্বোচ্চ সংখ্যক সাধারণ মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন।
রোববার কলকাতার রাজপথে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা প্রতিবাদ মিছিলে অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন বিশ্বভারতীর প্রাক্তন এবং শান্তিনিকেতন আশ্রমিক সংঘের সিনিয়ররা। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় গড়িয়াহাট মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।