ওজন কমালেন তমা মির্জা

তমা মির্জা

অনেক দিন শুটিংয়ে নেই তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ অভিনেত্রী সর্বশেষ অভিনয় করেছেন অঞ্জন দত্তের সিরিজ ‘দুই বন্ধু’তে। আবারও নতুন চলচ্চিত্রের কাজে নামছেন তমা। নিচ্ছেন প্রস্তুতিও।

নতুন ছবির নতুন চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে এরই মধ্যে পাঁচ কেজি ওজন কমিয়েছেন। নিয়ম করে ব্যয়াম আর খাবারের রুটিনে পরিবর্তন করেছেন এতদিন। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত তিনি। এরই মধ্যে ব্যয়ামের কয়েকটা ছবি ফেসবুকে পোস্ট করেছেন তমা মির্জা।

তমা বলেন, ‘নতুন সিনেমার শুটিং শুরু হবে শিগগিরই। কয়েক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছি। ব্যায়ামের পাশাপাশি খাদ্যাভ্যাসেও এনেছি পরিবর্তন। ফল, ওজন কমেছে পাঁচ কেজি।

সামনের মাসে শুটিংয়ে গিয়ে ছবির ব্যাপারে বিস্তারিত জানাব।’

সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তমা। বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল ছবিটি। এই সিনেমায় অভিনয়ের পর আর পর্দায় দেখা যায়নি তাকে। তবে নতুন সিনেমার জন্য বিশেষ প্রস্তুতির মধ্যে আছেন তিনি।

LEAVE A REPLY