ইশান খাট্টার ও শহীদ কাপুর
বলিউডে ইশান খাট্টারের অভিষেক হয়েছে অনেক দিন। তবে হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে এই অভিনেতাকে। এরইমধ্যে বলিউডের গণ্ডি ছাড়িয়ে অভিনয় করেছেন কিংবদন্তি ইরানি চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির সঙ্গেও। সম্প্রতি প্রচার শুরু হয়েছে ইশান অভিনীত ‘দ্য পারফেক্ট কাপল’।
এটি নেটফ্লিক্সের একটি সিরিজ, যেখানে অভিনয় করেছেন নিকোল কিডম্যানও।
ইশান খাট্টার শহীদ কাপুরের সহোদর। তবে ইন্ডাস্ট্রিতে জায়গা করতে নিজেকেই পরিশ্রম করতে হয়েছে এই অভিনেতাকে। এমনকী একসময় ভাই শহীদ কাপুরের কেনা ফ্ল্যাটেও থেকেছেন দীর্ঘদিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেতা।
ইশান খাট্টার শহীদ কাপুরের সহোদর। তাদের পিতা এক নন। শহীদ ও ইশানের মা নীলিমা আজিম ১৯৮৪ সালে পঙ্কজ কাপুরের সঙ্গে বিচ্ছেদ করেন।
এরপর ১৯৯০ সালে বিয়ে করেন রাজেশ খাট্টারকে। তাদের ঘরেই ১৯৯৫ সালে জন্ম ইশানের। ২০২২ সালে তিনি ও তার মা বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টে ওঠেন। নীলিমা আজিমের এটি ১৮ নম্বর বসত। তবে এর আগে যে বাড়িতে তারা থাকতেন, সেটি শহীদ কাপুরের কেনা।
ইশান এ সূত্রেই দ্য ডার্টি ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে জানালেন, প্রথমবারের মতো একা থাকছেন। এর আগে এক দশক তিনি মায়ের সঙ্গেই বসবাস করেছেন। তিনি বলেন, ‘আমার বয়স যখন ১৬ বছর, একটা সুন্দর ফ্ল্যাটে উঠেছিলাম। সেটা ছিল ইয়ারি রোডে। আমার ভাই কিনে দিয়েছিলেন। মায়ের সঙ্গে ১০ বছর ওখানে থেকেছিলাম। ফ্ল্যাটটি কিনেছিলেন শহীদ কাপুর। ওখানে থাকার সময়ই লকডাউন আসে। বাড়িটা ছোট ছিল এবং সেখানে থাকতে থাকতে দমবন্ধ লাগত।’
সেখানে আরো দুজন বয়স্ক নারী ও দুটো বিড়াল ছিল। কিন্তু সেটিই তার জন্য খাঁচার মতো মনে হতো বলে জানান ইশান। তিনি বলেন, ‘আমার মনে হতো একটা খাঁচা। আমি একেক দিন সমুদ্রের তীরে গিয়ে বসে থাকতাম। আমার মনে হতো এটুকুই দরকার।’
ইশান জানান, জীবনে তার কখনই অনেক কিছু ছিল না। তিনি মোটামুটি অল্পের মধ্যেই জীবনযাপন করেছেন। এ নিয়ে তার বেশি চাহিদা নেই। কিন্তু এখন তিনি ক্যারিয়ারে মোটামুটি একটা অবস্থানে পৌঁছেছেন এবং এখান থেকেই ভালো কিছু করতে চান।