ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হুতির

গাজায় যুদ্ধবিরতির তীব্র দাবির মধ্যে আরো জটিল হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এতোদিন লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহর মাধ্যমে ইসরাইলের ভূখণ্ডে হামলার ঘটনা ঘটেছে।  

এবার ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানপন্থি হুতি বিদ্রোহীরা। গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের অভ্যন্তরে এটি হুতিদের দ্বিতীয় হামলা।

ইসরাইলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হেনেছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের মধ্যাঞ্চলের একটি জনশূন্য এলাকায় আঘাত হানে। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তবে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে রাজধানী তেল আবিবসহ ইসরাইলের মধ্যাঞ্চলে বিপদ সংকেত বাজতে শোনা যায়। এ সময় লোকজন তড়িঘড়ি করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। 

ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘মধ্য ইসরাইলে কিছুক্ষণ আগে যে সাইরেন বাজছিল তার কিছুক্ষণ পরে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পূর্ব দিক থেকে মধ্য ইসরাইলে প্রবেশ করে এবং একটি খোলা জায়গায় আঘাত হানে। এতে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’ 

এর আগে, গত জুলাই মাসে, ইয়েমেনে হুতিরা তেল আবিবে একটি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালায়। এতে একজন নিহত হয় এবং চারজন আহত হয়। জবাবে ইসরাইলও ইয়েমেনের হোদেইদাহ বন্দরের কাছে হুতিদের লক্ষ্য করে হামলা চালায় এতে ৩ জন নিহত ও ৮৭ জন আহত হয়।

এছাড়া গাজায় ইসরাইলি হামলা বন্ধে লোহিত সাগরেও ইসরাইলের মালিকানাধীন একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি যোদ্ধারা।  

LEAVE A REPLY