এএফপি
দুই মাস ছিলেন মাঠের বাইরে। চোট কাটিয়ে মাঠে ফিরে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। তার দুই গোলের পর অন্তিম সময়ে সুয়ারেজের গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৩-১ গোলে হারায় মায়ামি।
কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়েন মেসি।
দুই মাস মাঠের বাইরে থেকে ফিরে ঝলক দেখালেন। ২৬ ও ৩০ মিনিটে পর পর দুই গোল করে দলকে জয়ের দিকে নিয়ে যান তিনি।
২ মিনিটে গোল করে ফিলাডেলফিয়া এগিয়ে গেলে চাপে পড়ে মেসির দল। ২৬ মিনিটে সুয়ারেসের পাস থেকে বল নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে বল জালে জড়ান তিনি।
সমতায় ফেরে মায়ামি। ৩০ মিনিটে আরেক পুরনো সতীর্থ জর্দি আলভা বাম দিকে বক্সে ঢুকে ক্রস করেন। নিখুঁত শটে গোলে ব্যবধান করেন এলএমটেন। যোগ করা সময়ে দলের তৃতীয় গোল এনে দেন সুয়ারেস।