এমন রাতকে মিস করছিলাম, বললেন মেসি

সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে ছিলেন লিওনেল মেসি। তবে গোড়ালির চোট তাকে ২ মাস অপেক্ষা করিয়েছে। আজ ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে যখন ফিরলেন তখন প্রত্যাবর্তনটা রাজকীয়ভাবেই সারলেন আর্জেন্টিনার অধিনায়ক।

ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করে ফেরাটা রাঙিয়েছেন মেসি।

দুর্দান্ত গোল এবং অ্যাসিস্টের পর উদ্‌যাপনটাও ছিল তার দেখার মতো। সতীর্থদের সঙ্গে এমন উদ্‌যাপনের রাত যে মিস করছিলেন তা নিজ মুখেই জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে লিখেছেন,‘এমন রাতকে মিস করছিলাম। আমরা লক্ষ্যে অর্জনে একত্রে লড়ে যাচ্ছি।

আজ ঘরের মাঠ চেস স্টেডিয়ামে ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। পরে দলের অধিনায়কের ঝলকে ৩-১ ব্যবধানের জয় পায় মায়ামি। নিজে জোড়া গোল করার পর ম্যাচের যোগ করা সময়ে বন্ধু লুইস সুয়ারেজকে দিয়ে বাকি গোলটি করিয়েছেন ৩৭ বছর বয়সী প্লে মেকার।

জোড়া গোল এবং অ্যাসিস্টে আজ একটি রেকর্ডও গড়েছেন মেসি।

মেজর লিগ সকারের ইতিহাসে কম ম্যাচে খেলে ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের মাইলফলক গড়েছেন তিনি। এই কীর্তি গড়তে মেসি ম্যাচ খেলেছেন ১৯টি। গতকাল দ্বিতীয় গোলের পর মার্কিন ‍যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কারির ‘নাইট নাইট’ উদযাপন করেন মেসি। 

কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর আজ প্রথমবার মাঠে নামেন মেসি। ম্যাচ শেষে তিনি বলেছেন,‘কিছুটা ক্লান্ত ছিলাম।

আর সত্যি ফিরতে মুখিয়ে ছিলাম। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলাম। ধীরে ধীরে দলের সঙ্গে অনুশীলন করেছি, ভালো অনুভব করায় শুরু থেকেই খেলার সিদ্ধান্ত নেই। আমি খুব খুশি।’

LEAVE A REPLY