সাবেক গুরুর রেকর্ড স্পর্শের সুযোগ সাকিবের

ক্যারিয়ারে অনেক ‘ডাবলে’ নাম তুলেছেন সাকিব আল হাসান। ক্রিকেটের অনেক ‘ডাবলে’ তো তিনিই প্রথম। তিন সংস্করণে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ‘ডাবলে’ তিনিই যেমন বিশ্বের প্রথম অলরাউন্ডার। এবার টেস্টের আরেকটি কীর্তিতে নাম তোলার অপেক্ষায় বাংলাদেশি অলরাউন্ডার।

ক্রিকেটের আদি সংস্করণে ৪ হাজার রান ও ২৫০ উইকেটের মাইলফলক গড়ার পথে সাকিব। রানের কোটা আগেই পূর্ণ করেছেন তিনি। বাকি শুধু উইকেটের কোটা। দুই টেস্টে ৮ উইকেট পেলেই বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে এই কীর্তি গড়বেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।

সাকিবের আগে এই রেকর্ড গড়েছেন ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি। প্রথম এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের কিংবদন্তি বোথাম। ম্যাচের (৬৯) হিসেবে তিনি দ্রুততমও। ১০২ টেস্ট খেলে তার রান ৫২০০ ও উইকেট ৩৮৩।

পরে বোথামের কীর্তি স্পর্শ করেন ভারতকে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল। ভারতীয় অলরাউন্ডার ১৩১ টেস্টে ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট নিয়েছেন।

তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিস। বোথাম-কপিলদের থেকে উইকেট সংখ্যায় কম হলেও দুজনের মোট রানের চেয়েও ক্যারিয়ারে ঢের বেশি করেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। ১৬৬ টেস্টে ১৩২৮৯ রান করেছেন তিনি।

সঙ্গে ২৯২ উইকেট তার নামের পাশে।

তিন পেস অলরাউন্ডারের পর বিশ্ব ক্রিকেট প্রথম কোনো স্পিনার হিসেবে এই কীর্তি গড়তে দেখে ভেট্টরিকে। বাঁহাতি এই স্পিনার ১১৩ টেস্টে ৪৫৩১ রান ও ৩৬২ উইকেট নেন। বাংলাদেশের সাবেক স্পিন কোচের কীর্তিতেই এবার নাম লেখাতে যাচ্ছেন সাকিব। দুই টেস্ট মিলে ৮ উইকেট নিলে দ্বিতীয় স্পিনার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। বর্তমানে ৬৯ টেস্টে তার রান ৪৫৪৩ ও ২৪২ ‍উইকেট।

LEAVE A REPLY