রোনালদোদের কোচ বরখাস্ত

রুডি গার্সিয়ার চেয়ারে বসে নিজেও বরখাস্ত হলেন লুইস কাস্ত্রো। আল নাসরের হয়ে তার পথচলা ১৪ মাসেই থেমে গেল। এতে করে নতুন কোচ পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।

শোনা যাচ্ছে, সাবেক পোর্তো কোচ কাস্ত্রোর স্থলাভিষিক্ত হতে পারেন স্তেফানো পিওলি।

গত মে মাসে এসি মিলানের দায়িত্ব ছাড়ার পর থেকেই বেকার আছেন পিওলি। কাস্ত্রোকে বরখাস্ত করার বিষয়ে সৌদি আরবের ক্লাব সামাজিক মাধ্যমে লিখেছে,‘আল নাসর ঘোষণা করছে, প্রধান কোচ লুইস কাস্ত্রোকে ক্লাব ছেড়ে গেছেন।’

কাস্ত্রোকে ধন্যবাদ জানিয়ে তার ভবিষ্যৎ সুন্দর হোক এমনটিও জানিয়েছে আল নাসর। ক্লাবটি লিখেছে,‘গত ১৪ মাস নিবেদিতপূর্ণ কাজের জন্য আল নাসরের প্রত্যেকে লুইস ও তার স্টাফদের ধন্যবাদ জানাচ্ছে।

সঙ্গে তাদের ভবিষ্যৎ সুন্দর হোক এমনটা কামনা করছে।’

আল নাসরকে সাফল্য এনে দিতে না পারার ব্যর্থতায় চাকরি হারিয়েছেন কাস্ত্রো। সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুটাও ভালো হয়নি তার অধীনে। পরাজয়ের তিক্ত স্বাদ না পেলেও  ৩ ম্যাচে ১ জয় পেয়েছে দল।

সঙ্গে গত সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগেও ইরাকের ক্লাব আল শর্তার হয়ে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। ৬৩ বছর বয়সী কোচের বিদায়ের ঘটনাটি রোনালদো ক্লাবে আসার পর দ্বিতীয়।

LEAVE A REPLY