চেন্নাইয়ের ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল

ধারাভাষ্যকারের ভূমিকায় তামিম ইকবাল। ছবি : মীর ফরিদ, চেন্নাই থেকে4

তামিম ইকবাল বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন ১৫ বছর। ২০০৮ সালে অভিষেক হওয়া তামিম দেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে। বর্তমানে তিনি দলের বাইরে আছেন। তবে দলে না থেকেও সঙ্গে আছেন মি. খান।

জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের এই ওপেনার চেন্নাই টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন।

আগেই জানা গিয়েছিল, ভারত সিরিজে আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকায় তামিমকেও দেখা যাবে। তবে ধারাভাষ্য দেওয়া তামিমের জন্য নতুন না। এর আগে বাংলাদেশের ঘরের মাঠে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন তিনি।

শুরুর ধাক্কা সামলে মধ্যাহ্ন বিরতিতে ভারত

টসের পর প্রেস বক্সের সামনেই স্টার স্পোর্টসের বিশ্লেষণী অনুষ্ঠানে দেখা গেল তামিমকে, পরে ধারাভাষ্যকক্ষে। ধারাভাষ্যকক্ষে তামিম ইকবালকে পরিচয় করিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।

তামিমের ধারাভাষ্যের দিনে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা।

 কাঁপিয়েছেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের। প্রথম সেশনে একাই ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

LEAVE A REPLY