এএফপি
চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ড্র হওয়া ম্যাচে সিটির খারাপ খবর ব্রুইনার ইনজুরি।
ইতালিয়ান ক্লাব ইন্টারের গোল বারে ২২টি শট নিয়েছে সিটি। যদিও গোলমুখে রাখতে পেরেছে মাত্র ৫টি শট।
বিপরীতে ইন্টার শট নিয়েছে ১৩টি। অন টার্গেটে রেখেছে ৪টি।
ড্র ম্যাচে ৪৫ মিনিটে চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ছাড়েন ডি সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। তার চোট নিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আজ আমরা (চোটে) নজর রাখব এবং আগামীকাল আরও বেশি তথ্য পাব।
’ সন্দেহ আছে, আগামী রোববার আর্সেনালের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে।
তবে ড্র করেও দলে পারফরম্যান্সে খুশি কোচ গার্দিওলা। তিনি মনে করেন, ‘গত বছরের ফাইনালের চেয়ে আমরা অনেক ভালো খেলেছি। এই ম্যাচে দলের সবকিছুই ভালো লেগেছে।
জিতলে ভালো হতো। তবে এখনো হাতে ৭ ম্যাচ আছে। দেখা যাক কী ঘটে।’
২০২৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল সিটি ও ইন্টার। ইস্তাম্বুলের সেই ফাইনালে রদ্রির একমাত্র গোলে শিরোপা ঘরে তুলেছিল সিটি।