দেশে খাদ্য-সারের কোনো ঘাটতি নেই : অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে খাদ্য ও সারের কোনো ঘাটতি নেই। আগামীতে যাতে সংকট না হয়, এ জন্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে চাল ও গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আমরা চাই না কোনোক্রমেই খাদ্য ঘাটতিতে পড়ুক।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত ও ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্য ঘাটতি মোকাবেলায় চাল ও গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য জিটুজি (সরকার টু সরকার) পদ্ধতির মাধ্যমে দুই লাখ টন চাল ও চার লাখ টন গম আমদানি করা হবে।’

তিনি জানান, এই চাল ও গম আমদানির সময় ৪২ দিন থেকে কমিয়ে ১৫ দিন করার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে খাদ্য-নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল ও গম আমদানির সময়সীমা ১৫ দিন নির্ধারণ করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এ সময়সীমা ছিল ৪২ দিন। অর্থাৎ দরপত্রের বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের মধ্যে চাল বা গম সরবরাহ করার বাধ্যবাধকতা ছিল। সে সময় কমিয়ে ১৫ দিন করা হলো।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ ও পিপিআর ২০০৮ অনুযায়ী সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে চাল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর এবার দুই লাখ টন চাল সরকারিভাবে আমদানির প্রস্তাব দিয়েছিল মন্ত্রণালয়। এ ছাড়া জিটুজি ভিত্তিতে চাল কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক দরপত্রে প্রক্রিয়ার সময় কমানোর অনুমোদন দেওয়া হয়েছে।

LEAVE A REPLY