ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হুমকি দিয়ে বলেছেন- ধরা পড়লে তাদের উলটো করে ঝুলিয়ে রাখা হবে।
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খন্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় এক নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে রাজ্যটিতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এমন হুঁশিয়ারি দেন প্রভাবশালী এই নেতা। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের।
এই নেতা বলনে, ‘আমি সবার কাছে ঝাড়খন্ডে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আবেদন জানাচ্ছি। আমরা প্রতিটি বাংলাদেশি নাগরিককে উলটো করে ঝুলিয়ে রেখে একেবারে সোজা করে দেবো।’
এ সময় তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ায় ঝাড়খন্ড হাইকোর্টকে ধন্যবাদ জানান।
অমিত শাহ সাঁওতাল পরগনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা হ্রাস পাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী জনসংখ্যার ক্রমবর্ধমান হার সম্পর্কে বলতে গিয়ে এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘এই ভূখণ্ডের মালিক নৃগোষ্ঠীর লোকজন, তবে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। নৃগোষ্ঠীর জনসংখ্যা ৪৪ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে গেছে।’