টি-টোয়েন্টিতে আমিরের কীর্তি

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ আমির। ছবি : ক্রিকইনফো

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গতকাল দুর্দান্ত এক কীর্তি গড়েছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৩৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

আমিরের মাইলফলকের শিকার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ব্যাটার রোমারিও শেফার্ড। কীর্তি গড়তে পাকিস্তানি পেসারের ২ উইকেটের প্রয়োজন ছিল।

রেমন রেইফারকে আউট করে দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসকে প্রথম উইকেট এনে দেওয়ার মধ্যে দিয়ে মাইলফলক গড়ায় দ্বারপ্রান্তে দাঁড়ান তিনি। পরে শেফার্ডকে সতীর্থ জাস্টিন গ্রেভসের হাতে ক্যাচ বানিয়ে মাইলফলক স্পর্শ করেন।

আমিরের আগে এই কীর্তি গড়েছেন দুই বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভীর। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন রিয়াজ।

চার শ উইকেটের মাইলফলক স্পর্শ করা একমাত্র বোলারও পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক। অন্যদিকে ৩৮৮ ম্যাচে ৩৮৯ উইকেট নিয়ে দুইয়ে আছেন তানভীর। ৩২ বছর বয়সী বাঁহাতি পেসার আমিরের সুযোগ আছে দুজনকেই ছাড়িয়ে যাওয়ার। ৩০৫ ম্যাচে বর্তমানে তার উইকেট সংখ্যা ৩৫০।

তবে কীর্তি গড়ার ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেননি আমির। দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষ গায়ানাকে ১৩৫ রানে আটকালেও তার দল অ্যান্টিগা হেরেছে ২৭ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে ১০৮ রানে অলআউট হয় তারা। গতকাল ৪ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এর মধ্যে এক ওভার মেডেনও দিয়েছেন পাকিস্তানি পেসার।

LEAVE A REPLY