অবসরের ঘোষণা দিলেও ফেরার রাস্তা দেখিয়ে রাখলেন সাকিব

চোখের সমস্যা কিছুটা কাটিয়ে উঠলেও ব্যাটিং কৌশল নিয়ে বেশ ভুগতে হচ্ছে সাকিব আল হাসানকে। একই কারণে রান খরায় ভুগতে হচ্ছে এই বাঁহাতি অলরাউন্ডারকে। তাকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, এমন সময় আজ কানপুরে সংবাদ সম্মেলনে হাজির হয়ে সবাইকে চমকে দেন সাকিব। জানিয়ে দেন, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নিজের অবসরের ভাবনা।

একই সঙ্গে টি-টোয়েন্টিতে নিজের ফেরার রাস্তাও দেখিয়ে রেখেছেন সাকিব।

আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ ম্যাচটি খেলে এই সংস্করণে অবসর নিতে চান জানিয়ে বলেন, ‘অবশ্যই কষ্ট বা অভিমান থেকে নেওয়া নয়। আমার মনেহয় এটাই সঠিক সময় সামনে এগিয়ে যাওয়ার জন্য। এবং আমার মনে হয়, নতুনদের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য।

এরপরই টি-টোয়েন্টির প্রসঙ্গ টানেন এই অলরাউন্ডার, ‘টি-টোয়েন্টি নিয়েও আমার কথা হয়েছে বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গে। আমার কাছে মনে হয়, এটাই সঠিক সময় টি-টোয়েন্টি থেকেও সরে যাই। পরবর্তী যে সিরিজগুলো আছে, কিছু নতুন খেলোয়াড় আসুক। নতুনদের সুযোগ দেওয়া হোক।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন উল্লেখ করলেও ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি, ‘আমি যদি ফ্র‍্যাঞ্চাইজি লিগগুলো খেলার সুযোগ পাই, ভালো করতে পারি। ছয় মাস বা এক বছর পর যদি বিসিবির মনে হয় যে, এখানে আমার সুযোগ আছে। আমি পারফর্ম করছি এবং ফিট আছি তাহলে আমি সিদ্ধান্ত (ফেরার) নিতে পারি।’

LEAVE A REPLY