ট্রাম্প অর্থনীতিতে সবচেয়ে ব্যর্থ নেতা, দাবি কমলা হ্যারিসের

বি : এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে ব্যর্থ নেতা আখ্যা দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, তিনি ধনকুবেরদের বন্ধু।

গত বুধবার অর্থনীতি নিয়ে দেওয়া এক ভাষণে এবং পরে এক সাক্ষাৎকারে কমলা সতর্ক করে বলেন, বিদেশ থেকে পণ্য আমদানিতে বড় ধরনের শুল্ক আরোপের যে পরিকল্পনা ট্রাম্প করেছেন, তাতে মধ্যবিত্ত আমেরিকানদের পকেট ফাঁকা হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ছয় সপ্তাহ বাকি। বিভিন্ন জনমত জরিপে কমলা ও ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।

শেষ দিকের নির্বাচনী প্রচারণায় ভোটারদের সামনে অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী। চেষ্টা করছেন সিদ্ধান্তহীন ভোটারদের মন জয় করতে। গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার শিল্পনগরী পিটসবার্গে দেওয়া ভাষণে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন কমলা। একই সঙ্গে পণ্যের মূল কমিয়ে আনায় গুরুত্বারোপ করেন এই ডেমোক্র্যাট নেত্রী।

কমলা হ্যারিস বলেন, ‘ট্রাম্পের মতে আমাদের অর্থনীতি যখন ধনকুবেরদের স্বার্থে কাজ করে, তখন এটি সবচেয়ে ভালো। যাঁরা প্রকৃতপক্ষে অর্থনীতি দাঁড় করিয়েছেন, ধারণ করেছেন এবং যুদ্ধ করেছেন, তাঁদের স্বার্থে কাজ করলে অর্থনীতি ভালো নয়।’

তিনি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে কারখানার প্রায় দুই লাখ চাকরি বিদেশে চলে গেছে। এর মধ্য দিয়ে উৎপাদনশিল্পে এখন পর্যন্ত সবচেয়ে ব্যর্থ নেতায় পরিণত হয়েছেন ট্রাম্প।

বামপন্থী টেলিভিশন এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের শুল্ক পরিকল্পনার সমালোচনা করেন কমলা। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পর এটাই কমলার প্রথম একক সাক্ষাৎকার।

এদিকে ট্রাম্পের প্রচারশিবির বলছে, কমলার ভাষণ ছিল মিথ্যায় পরিপূর্ণ। বাইডেন প্রশাসনে সাড়ে তিন বছর কাজ করেও পণ্যমূল্যের সমস্যা মোকাবেলা করতে পারেননি কমলা।

ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার মিন্ট হিলে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, বিদেশে পণ্যে শুল্ক আরোপের ফলে মানুষ সুবিধা পাবে।

ইরানের তরফ থেকে প্রাণনাশের ঝুঁকি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি যদি প্রেসিডেন্ট হতাম, তাহলে হুমকি দেওয়া দেশকে বিষয়টি জানাতাম।’ 

সূত্র : এএফপি
 

LEAVE A REPLY