অভিনেতা গোবিন্দ
সকালেই খবরটা পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন বলিউড তারকা গোবিন্দ। দুপুর নাগাদ জানা যায় নিজের রিভলভারের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে এখন আশঙ্কামুক্ত তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) সাতসকালে শুটিংয়ে বের হওয়ার সময় নিজের রিভলভার পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বের হয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দ। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে একটি অডিওবার্তা দিয়েছেন এই তারকা।অভিনেতা বলেন, ‘আমি গোবিন্দ। ভক্তদের আশীর্বাদ, ভগবান ও অভিভাবকদের আশীর্বাদে একটু ভালো আছি।
আমার পায়ে গুলি লেগেছে। তবে এখন ভালো আছি। গুলি বের করা হয়েছে। ডাক্তার আগারওয়ালের কাছে আমি কৃতজ্ঞ। যারা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই।’
হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত, এদিন সকালেই দুর্ঘটনার খবর সামনে আনেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা। তিনি জানান, ভোরে কলকাতায় আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন গোবিন্দ। সে সময় তার লাইসেন্স থাকা রিভলভারটি খাপে ঢোকাতে গিয়ে, হাত থেকে পড়ে যায়। রিভলভারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তার পায়ের হাঁটুতে লাগে।