বাংলাদেশি খেলোয়াড় হিসেবে হামজা চৌধুরীকে পরিচয় করে দেওয়ার এমন সুবর্ণ মুহূর্ত যেন হাতছাড়া করতে চায়নি ফিফা। তা না হলে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডারকে জন্মদিনের দিন শুভেচ্ছা জানাত না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আজ জীবনের ২৭তম বসন্তে পা দিয়েছেন হামজা। তার জন্মদিনের মুহূর্তটা আরেকটু রাঙিয়ে দিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ পেজ থেকে লিখেছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।
’
ফিফার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। হামজাকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা, কমেন্টও করছেন তাতে। বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই পোস্টে একটা বিষয়ও নিশ্চিত।
বাংলাদেশের হয়ে খুব শিগগির দেখা যাচ্ছে হামজাকে। শুধু ফিফার আনুষ্ঠানিক অনুমতি দেওয়াই যেন বাকি।আরো পড়ুন
আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখতে চায় বাফুফে। সেই অনুযায়ী লেস্টার সিটির তারকাকে পেতে নিজেদের সব কাজই আনুষ্ঠানিকভাবে সেরে রেখেছে বাফুফে।
গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ড এফএ থেকে হামজার অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে তারা। সব কাগজ একসঙ্গে করে পরে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে অনুমতির জন্য পাঠিয়েছে বাফুফে। হামজাকে নিয়ে ফিফার এই পোস্ট যেন জানান দিল খুব শিগগির বাংলাদেশ সুখবর পেতে যাচ্ছে। তাকে বরণ করে নিতে তৈরি হন।