লঙ্কানদের কাছে ধবলধোলাই হয়ে নেতৃত্ব ছাড়লেন সাউদি

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন টিম সাউদি। তার স্থলাভিষিক্ত হবেন টম ল্যাথাম। 

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ৬৩ রানে হারের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৫৪ রানে হারে সাউদির দল। এটি ছিল অধিনায়ক হিসেবে তার টানা চতুর্থ হার।

এ ছাড়া তার পারফরম্যান্স নিয়েও ছিল আলোচনা। শেষ ৮ টেস্টে মাত্র ১২ উইকেট নিয়েছেন সাউদি। 

২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর ১৪ টেস্টে নিউজিল্যান্ডকে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন এই পেসার। তার নেতৃত্বে সমান ৬টি করে হেরেছে ও জিতেছে কিউইরা।

বাকি ২ টেস্ট ড্র। দুই বছর আগে কেইন উইলিয়ামসনের কাছ থেকে নিয়ে তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। 

লাথামের জন্য অধিনায়কত্ব নতুন নয়। এর আগে ৯টি টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন এই উইকেটরক্ষক ব্যাটার।

LEAVE A REPLY